খাগড়াছড়িতে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:৩৬:১০ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
- / ১০২৬ বার পড়া হয়েছে
খাগড়াছড়িতে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
খাগড়াছড়িতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে নবাগত জেলা প্রশাসক। আজ রবিবার (২৩ নভেম্বর/২৫ইং) বিকেল ৪টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
পরে মতবিনিময় সভায় খাগড়াছড়িতে নবাগত জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত সাংবাদিকদের কাছে খাগড়াছড়ি জেলার সার্বিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে সাংবাদিকরা পর্যটন নগরী পার্বত্য জেলা খাগড়াছড়ির উন্নয়ন সম্ভাবনা, পর্যটনের চিত্র, পাহাড়ের প্রকৃতি রক্ষার্থে বিভিন্ন পরামর্শ সহ শহরের রাস্তাঘাট দখলমুক্ত করা, শহরের নালা-নর্দমা নিয়মিত পরিষ্কার করাসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক সাংবাদিকদের পরামর্শগুলো শুনেন এবং সমস্যা সমূহ সমাধানের আশ্বাস দেন।
মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফ, অতিরিক্ত জেলা প্রশাসক ফেরদৌসী বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সহ-সভাপতি মোঃ জহুরুল আলম, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনূসসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।




















