পানছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ
- আপডেট সময় : ০৩:৩২:২৬ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
- / ১৩৭৭ বার পড়া হয়েছে
পানছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রাখতে পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি সদর জোনের তত্ত্বাবধানে তিন শতাধিক ক্ষুদ্র নৃ-গোষ্টির মানুষ মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।
আজ শনিবার (৩০ আগস্ট/২৫) পানছড়ি উপজেলার ছোট তারাবনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জোনের জোন কমান্ডার লে. কর্ণেল মোঃ খাদেমুল ইসলাম পিএসসি এবং স্টাফ অফিসার ক্যাপ্টেন তানজিম ফাহিম হিমেল।
চিকিৎসা সেবা প্রদান করেন ৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লে. কর্ণেল মোঃ রাকিবুল ইসলামসহ সেনাবাহিনীর চিকিৎসক দল।
এসময় জোন কমান্ডার লে. কর্ণেল মোঃ খাদেমুল ইসলাম পিএসসি বলেন, চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। পাহাড়ের সাধারণ মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সেনাবাহিনী নিয়মিত মেডিকেল ক্যাম্প পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ উদ্যোগ অব্যাহত থাকবে।










