খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ৩ব্যক্তি অপহৃত হয়েছে বলে জানা গেছে। অপহৃতরা হলে কামুক্যাছড়া এলাকার প্রভাত চন্দ্র চাকমা, রনজ্যোতি চাকমা ও রাজালক্ষী চাকমা। পারিবারিক সূত্রে জানাযায়, রবিবার সকালে ইউপিডিএফ নেতা অমর চাকমা ডেকে নিয়ে যাওয়ার পর আর খোঁজ পাওয়া যায়নি।
অপহৃতের স্বজন ধর্মদাস চাকমা অভিযোগ করে বলেন, স্থানীয় দানবীর চাকমার সাথে জমি সংক্রান্ত বিরোধ ছিল। এর জের ধরে সংগঠনইউপিডিএফ গতকাল সকালে কার্ববারির মাধ্যমে ছেলে স্ত্রীস ৩জনকে ডেকে নিয়ে যায়। তারা এখন কোথায় আছে সেটাও জানা না। অপহৃতদের দ্রুত মুক্তির দাবি জানিয়েছে স্বজনরা।
নড়িয়ার পদ্মা নদীতে ট্রলার ডুবে একজন নিখোজ
প্রভাত চন্দ্র চাকমার স্ত্রী সুনচিতা চাকমা ও রনজ্যোতি চাকমার স্ত্রী ভারতী চাকমা বলেন, আমাদের স্বামী দিনমজুর কাজ করে সংসার চালায়। গতকাল ইউপিডিএফ ডেকে নেওয়ার পর থেকে তাদের কোন খোঁজ পাচ্ছি না আমরা উদ্বিগ্ন।
ইউনাইট্রেড পিপলস্ ডেমোর্কেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)এর জেলা সংগঠক অংগ্যা মারমা বলেন, ইউপিডিএফ কোন অপহরণের সাথে জড়িত না। ইউপিডিএফ অপহরণের রাজনীতিতে বিশ্বাস করে না।
দীঘিনালা থানার ওসি উত্তম চন্দ্র দেব জানান, অপহরণের বিষয়টি শুনেছি, তবে এই নিয়ে থানায় কেউ অভিযোগ করেনি।