DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ৫ই ডিসেম্বর ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ৫ই ডিসেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

খাগডাছড়িতে রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

খাগড়াছড়ি প্রতিনিধিঃ
মে ৮, ২০২২ ৫:০৫ অপরাহ্ণ
Link Copied!

খাগডাছড়িতে রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

খাগড়াছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়িতে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। “মানবিক হও” প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খাগড়াছড়ি ইউনিটের উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়।

এ উপলক্ষে আজ রবিবার (৮ মে) সকাল ৯টায় খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিট অফিস প্রাঙ্গণে জাতীয় ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন করা হয়। পরে ইউনিট কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান সড়ক ঘুরে অফিসার্স ক্লাব অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।

খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান এডভোকেট জসিম উদ্দিন মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বশিরুল হক ভূঁঞা, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ছাবের, খাগড়াছড়ি সরকারি কলেজের প্রভাষক মোঃ জাকির হোসেন, ইউনিট কার্যনির্বাহী সদস্য ধীমান খীসা প্রমূখ।

খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী সদস্য মোঃ দুলাল হোসেন এর সঞ্চালিত সভায় বক্তারা বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট এর প্রতিষ্ঠাতা জিন হেনরি ডুনান্টকে স্বরণ করেন এবং বিশ্বব্যাপী মানবিক সেবামূলক কার্যক্রম বাস্তবায়নে রেড ক্রিসেন্টের অবদানের জন্য বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন।

উল্লেখ্য, ১৮২৮ সালের এদিনে রেডক্রস ও রেড ক্রিসেন্টের প্রতিষ্ঠাতা জিন হেনরি ডুনান্ট সুইজারল্যান্ডের জেনেভা শহরে জন্মগ্রহণ করেন। এ মহান ব্যক্তিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার জন্য প্রতিবছর তার জন্মদিনটিকে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস হিসেবে সারা বিশ্বে পালন করা হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০৬
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০
  • ১১:৫৩
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩৩
  • ৬:২৭