খাগড়াছড়িতে আগুনে পুড়লো ১০ ব্যবসা প্রতিষ্ঠান
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
খাগড়াছড়ি জেলার দীঘিনালার উপজেলার বাস টার্মিনাল সংলগ্ন মসজিদ মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে
আগুনে পুড়েছে ১০টি ব্যবসা প্রতিষ্ঠান। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০-৩৫ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে টিনশেড মার্কেটটিতে আগুন দেখতে পান। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এরমধ্যেই ১০টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে পুড়ে যায়।
ক্ষতিগ্রস্থ ব্যবসসায়ীরা জানান, আগুন লাগার খবর শুনে ছুটে যান তারা। অনেকে কিছু কিছু মালামাল বের করতে সক্ষম হলেও বেশিরভাগ দোকানী কোন কিছুই উদ্ধার করতে পারেননি।
দীঘিনালা ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, ভোর ৭টার দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে রওনা করে একটি ইউনিট। প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমকিভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি তারা।