খাগড়াছড়ি প্রেসক্লাবে কেক কেটে চ্যানেল আইয়ের ২৫ বছর পদার্পণ অনুষ্ঠান পালন করা হয়।নানা আয়োজনে সবার প্রিয় টেলিভিশন চ্যানেল আই’ এবার পঁচিশ বছরে পদার্পণ করেছে।
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
আমরা বলছি ‘পঁচিশ উচ্ছ্বাস, লাল সবুজে বিশ্বাস’ এই পতিপাদ্য সামনে রেখে খাগড়াছড়ি চ্যানেল আইয়ের ২৫ বছরে পদার্পণ অনুষ্ঠান পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ রবিবার (১ অক্টোবর) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে কেক কাটা, আলোচনা সভা ও শহরে শোভাযাত্রা বের করা হয়।
খাগড়াছড়ি প্রেসক্লাব মিলনায়তনে আলোর নির্বাহী পরিচালক তরুণ কান্তি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ শহিদুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন, দৈনিক অরর্ণ্য বার্তা সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি চৌধুরী আতাউর রহমান রানা, খাগড়াছড়ি প্রেসক্লাব বর্তমান সভাপতি জীতেন বড়ুয়ার, খাগড়াছড়ি টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, নতুন কুড়ি ক্যান্টমেন্ট হাই স্কুলের প্রধান শিক্ষক রুশদীনা আখতার জাহান প্রমূখ।
অনুষ্ঠান স্বাগত বক্তব্য রাখেন, চ্যানেল আই’য়ের খাগড়াছড়ি প্রতিনিধি মোঃ আজহার হীরা।
আলোচনা সভায় বক্তাগণ বলেন, নিরপেক্ষতা বজায় রেখে বস্তুনিষ্ঠ সংবাদ, হৃদয় মাটি ও মানুষের মত মানসস্মত অনুষ্ঠান আর বিনোদন দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছে চ্যানেল আই। চ্যানেল আই এগিয়ে যাক ২৫ তম বর্ষে এ কামনা করি।