খাগড়াছড়িতে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী সম্পন্ন
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্টিত হয়েছে।
আজ বুধবার (২ রা এপ্রিল) খাগড়াছড়ি টাউন হলে ঈদ পুনর্মিলনী অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও খাগড়াছড়ি জেলা শাখার আমীর অধ্যাপক সৈয়দ মোঃ আব্দুল মোমেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা শাখার সাধারন সম্পাদক মিনহাজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সুপ্রীম কোর্টের আইনজীবি এডভোকেট এয়াকুব আলী চৌধুরী ও কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েম।
এতে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদ সদস্য ও সদর উপজেলা আমীর মোহাম্মদ ইলিয়াছ,
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খাগড়াছড়ি জেলা সভাপতি আব্দুল মান্নান,
ইসলামী ছাত্রশিবিরের খাগড়াছড়ি জেলার সাবেক সভাপতি আবু আহমেদ, সাবেক সভাপতি মাঈন উদ্দিন, আব্দুল হালিম, সাবেক সেক্রেটারি ওবায়েদুল হক, কামরুল হাসান প্রমূখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে অধ্যাপক সৈয়দ মোঃ আব্দুল মোমেন বলেন, নতুন বাংলাদেশে ফ্যাসিবাদী আওয়ামী লীগের পুনর্বাসনের প্রচেষ্টা কোন ভাবেই বরদাস্ত করা হবে না।
বিগত সরকার উন্নয়নের কথা বলে বিদেশে টাকা পাচার করে দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করেছে। চেতনার কথা বলে জাতিকে দুই ভাগে বিভক্ত করে জাতীয় ঐক্য ও উন্নয়নকে বাধাগ্রস্ত করেছে।
সুপ্রীম কোর্টের আইনজীবি এডভোকেট এয়াকুব আলী চৌধুরী বলেন, আমরা সকলে মিলেমিশে দেশের উন্নয়নে কাজ করতে চাই।
বিশেষ অতিথির বক্তব্যে আবু সাদিক কায়েম বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতন আন্দোলনের পর থেকে “রাজাকার” আর কোন গালি নয় বরং যারাই এই রাজাকার শব্দের অপপ্রয়োগ করতে চাইবে তারাই বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রতিবন্ধকা সৃষ্টির নেয়ামক।