খাগড়াছড়িতে দুবৃর্ত্তদের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় দুবৃর্ত্তদের গুলিতে অস্তিন ত্রিপুরা নামের এক ইউপিডিএফ এর সদস্য নিহত হয়েছে। ঘটনার জন্য সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতিকে দায়ী করেছে ইউপিডিএফ। গুলির এই ঘটনায় তার এক বোন আহত হয়েছে।
আজ বুধবার (১৯ মার্চ) সকালে মাটিরাঙ্গা তাইন্দং হেডম্যান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তাঁরা মায়াকুমার পাড়ার বাসনা ত্রিপুরার সন্তান।
ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা জানান, সকালে সন্তু লারমার জেএসএস এর সদস্যরা অস্তিন ত্রিপুরার ওপর অর্তকিতে হামলা চালালে ঘটনাস্থলে তিনি মারা যায়।
খাগড়াছড়ি জেলার মাটিরাংগার তাইন্দংয়ে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র হামলায় এক ইউপিডিএফ সদস্য সুবি ত্রিপুরা (৩৫) নিহত ও তারাবতী ত্রিপুরা নামে (২০) এক নারী আহত হওয়ার ঘটনা ঘটেছে।
আজ বুধবার (১৯ মার্চ) সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে খাগড়াছড়ি জেলা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর সংগঠক অংগ্য মারমা এ তথ্য নিশ্চিত করে ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে তিনি বলেন, সকাল সাড়ে ৭টার সময় শক্তি ত্রিপুরা ও কম্বল ত্রিপুরার নেতৃত্বে জেএসএস সন্তু গ্রুপের ১৫ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী তাইন্দংয়ের হেডম্যান পাড়ায় হানা দিয়ে সেখানে সাংগঠনিক কাজে নিয়োজিত ইউপিডিএফ সদস্যদের ওপর অতর্কিতে হামলা চালায়।
এতে ঘটনাস্থলে ইউপিডিএফ সদস্য সুবি ত্রিপুরা (৩৫) নিহত হন। এছাড়া সন্ত্রাসীদের ছোঁড়া এলোপাতাড়ি গুলিতে সুবি ত্রিপুরার ছোট বোন তারাবতী ত্রিপুরা (২০) আহত হয়েছে।
নিহত সুবি ত্রিপুরা হেডম্যান পাড়ার বাসিন্দা বাসনা ত্রিপুরার ছেলে। আর আহত তারাবতী ত্রিপুরার স্বামী ধন ত্রিপুরা।
বিবৃতিতে আরো বলেন, সন্তু গ্রুপের সন্ত্রাসীরা গত রাতে পানছড়ির রূপসেন পাড়া এলাকা থেকে নো ম্যানস ল্যান্ড হয়ে হেডম্যান পাড়ায় এসে এ হামলা চালায়।
তাইন্দংয়ে ইউপিডিএফ সদস্যকে হত্যা ও নারীকে আহতের ঘটনায় জড়িত সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীদের গ্রেফতারপূর্বক শাস্তি প্রদান এবং সন্তু লারমাকে আঞ্চলিক পরিষদ থেকে অপসারণ করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন ইউপিডিএফ’র বার্তা প্রেরক নিরন চাকমা।
মাটিরাঙ্গা থানার ওসি তৌফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।