DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ২৯শে নভেম্বর ২০২৪
ঢাকাশুক্রবার ২৯শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে বিএনপির মানববন্ধন অনুষ্ঠিত

Astha Desk
মার্চ ১১, ২০২৩ ৪:২০ অপরাহ্ণ
Link Copied!

খাগড়াছড়িতে বিএনপির মানববন্ধন অনুষ্ঠিত

 

রহিম হৃদয়/খাগড়াছড়িঃ

বিদ্যুতের অস্বাভিক মূল্য বৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ কারাবন্দী নেতা-কর্মীদের মুক্তি, ফ্যাসিস্ট ও দূর্নীতিবাজ সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ যুগপৎ আন্দোলনের ১০ দফা দাবি আদায়ের লক্ষে আজ শনিবার (১১মার্চ) ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে মানববন্ধন কর্মসূচি করছে খাগড়াছড়ি জেলা বিএনপি।

দুপুর ১টায় মানববন্ধনটি ভাঙ্গাব্রীজ থেকে কোর্ট বিল্ডিং পর্যন্ত দীর্ঘ হয় এবং সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে মানববন্ধন কর্মসূচী শেষ হয় । এ সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দলীয় প্রধান খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকে এবং আটক নেতা-কর্মীদেরও মুক্তির দাবি জানান।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির শ্রমিক বিষয়ক সম্পাদক এম এ নাজিম উদ্দিন।

তিনি বলেন, অসৎ উদ্দেশ্যে ক্ষমতায় টিকে থাকতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে এখন দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে চায় আওয়ামী লীগ। কিন্তু আমাদের পরিষ্কার কথা এই দেশের মানুষ আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে বিশ্বাস করে না। শেখ হাসিনা ও আওয়ামী সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না।

 

জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার বলেন, এই সরকার বিএনপিকে নির্মূল ও বিএনপি নেতৃত্বকে ধ্বংস করতে চায়। এরা পরিকল্পিতভাবে দেশের সকল প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে দেশের মানুষকে আর বোকা বানানো যাবে না।

 

মানববন্ধন কর্মসূচিতে আরো উপিস্থত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, মংসুথোয়াই চৌধুরী, যুগ্ম সম্পাদক এ্যাড. আঃ মালেক মিন্টু, মোশররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আঃ রব রাজা, ক্ষনি রঞ্জন ত্রিপুরা, মোঃ আবু তালেব, সদর উপজেলা বিএনপির সভাপতি মফিজুর রহমান, সদর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাগর নোমান, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নুরশাদ হোসেন বাপ্পি, জেলা মহিলা দলের সভাপতি কুহেলি দেওয়ান, জেলা কৃষক দলের সভাপতি পারদর্শী বডুয়া, জেলা তাঁতী দলের সভাপতি আলমগীর মিয়া, জেলা মৎস্যজীবি দলের আহ্বায়ক মোঃ জয়নাল সহ প্রমুখ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০