DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ৫ই ডিসেম্বর ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ৫ই ডিসেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

Astha Desk
ডিসেম্বর ৪, ২০২৪ ১২:২৬ অপরাহ্ণ
Link Copied!

খাগড়াছড়িতে শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

খাগড়াছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন ও প্রধান উপদেষ্টার বরাবর স্বারকলিপি প্রদান করেছে ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম (টিএসএফ)।

আজ বুধবার (৪ ডিসেম্বর/২৪খ্রি.) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়।

ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম (টিএসএফ) এর
কেন্দ্রীয় কমিটির সভাপতি নয়ন ত্রিপুরার সভাপতিত্বে বক্তব্য রাখেন, খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক শেফালিকা ত্রিপুরা, খাগড়াছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অংপ্রু মারমা, পেরাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিম্বীসার খীসা, উইমেন রিসোর্স নেটওয়ার্ক জেলা সমন্বয়কারী নমিতা চাকমা, কাবিদাং এর নির্বাহী পরিচালক লালসা চাকমা, টিআইবি-খাগড়াছড়ির কো-অর্ডিনেটর মোঃ আব্দুর রহমান, উইমেন এক্টিভিস্ট ফোরামের প্রতিনিধি পিংকি বড়ুয়া, সাংবাদিক প্রতিনিধি চিংমেপ্রু মারমা, বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সমিতির প্রতিনিধি নক্ষত্র ত্রিপুরা, বাংলাদেশ মারমা স্টুডেন্টস্ কাউন্সিলের প্রতিনিধি উক্যনু মারমা প্রমূখ।

কামিনীপাড়া যুব কল্যাণ সমিতির সভাপতি এবং টিএসএফের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক দহেন বিকাশ ত্রিপুরা এর সঞ্চালিত মানববন্ধনে বক্তাগন বলেন, গত ২৭ নভেম্বর ঘটে যাওয়া ঘটনায় অভিযুক্ত গোপীনাথ ত্রিপুরাকে ইতোমধ্যেই পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে, দ্রুত বিচার কার্যক্রম শুরু করে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

পরে জেলা প্রশাসকের মাধ্যমে ৫ দফা দাবী সংবলিত স্মারকলিপি প্রদান করা হয়। দাবীগুলো হলোঃ-

১. অভিযুক্ত গোপীনাথ ত্রিপুরার দৃষ্টান্তমূলক শাস্তি দ্রুত নিশ্চিত করা।

২. ভুক্তভোগীর উন্নত চিকিৎসা নিশ্চিত করা।৷৷৷৷৷৷৷

৩. ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা ও পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া।

৪. ধর্ষণ ও নির্যাতনের শিকারদের জন্য হাসপাতালগুলোতে বিশেষায়িত সেবা কেন্দ্র প্রতিষ্ঠা।

৫. ভুক্তভোগী শিক্ষার্থীর শিক্ষার সম্পূর্ণ ব্যয় সরকারিভাবে বহন করা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০৩
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০
  • ১১:৫১
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩২
  • ৬:২৪