খাগড়াছড়িতে শিক্ষিকাকে কু-প্রস্তাব, শিক্ষক আটক
- আপডেট সময় : ০৩:০৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪
- / ১০৪১ বার পড়া হয়েছে
খাগড়াছড়িতে শিক্ষিকাকে কু-প্রস্তাব, শিক্ষক আটক
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
খাগড়াছড়িতে শিক্ষিকাকে কু-প্রস্তাব দেওয়ার, অভিযোগে এক শিক্ষককে আটকে করেছে পুলিশ।
সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।
আটককৃত শিক্ষক উদয়ন ত্রিপুরা (২৭) খাগড়াছড়ি উপজেলা সদরের বলং হামারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। তিনি অমৃত পাড়ার রঞ্জিত ত্রিপুরার ছেলে।
পুলিশ সুপার মুক্তা ধর বলেন, ভুয়া ফেসবুক আইডি খুলে অভিযুক্ত শিক্ষক ভিকটিমের বিরুদ্ধে আপত্তিকর পোস্ট করেন। এ ছাড়াও ওই শিক্ষিকাকে অশ্লীল ও কুরুচিপূর্ণ ম্যাসেজ দেয়। ব্যক্তিগত ছবিকে এডিট করে অশালীনভাবে উপস্থাপন করে ভিকটিমের ফেসবুক আইডিতে মেসেজ দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেন। প্রস্তাবে রাজি না হওয়ায় ভিকটিমের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন উদয়ন। আটককৃত এই শিক্ষকের বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
তিনি আরও বলেন, অভিযোগ দায়ের করার ৩৬ ঘন্টার মধ্যে প্রযুক্তি ব্যবহার করে আসামিকে আটক করে জিজ্ঞাসাবাদ করার জন্য সাত দিনের রিমাণ্ড আবেদন করা হবে।
























