খাগড়াছড়িতে ৬১টি মণ্ডপে অনুষ্টিত হবে শারদীয় দুর্গাপূজা
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
খাগড়াছড়িতে বুধবার (৯ অক্টোবর) মহাষষ্ঠীর মধ্যে দিয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গাপূজা। এবার জেলার ৬১টি মণ্ডপে হবে দেবী দুর্গার আরাধনা।
পূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছেন আয়োজকরা। মৃৎশিল্পীর নিপুণ হাতের ছোঁয়ায় ফুটিয়ে তুলেছেন দুর্গা, লক্ষ্মী, কার্তিক, গণেশ, ও স্বরস্বতীর প্রতিমা।
খাগড়াছড়ি শহরের কেন্দ্রীয় শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দির, খাগড়াপুর সার্বজনীন পূজা মণ্ডপ, জগন্নাথ মন্দির, আনন্দনগর ভূবনেশ্বরী কালী মন্দির, গীতা আশ্রম, ৫ মাইল ত্রিপুরা পাড়া লক্ষ্মী নারায়ন মন্দিরসহ জেলার সবকটি উপজেলার প্রতিটি মণ্ডপে শেষ হয়েছে প্যান্ডেল, প্রতিমা সাজানো, মঞ্চ ও আলোক সজ্জার কাজ।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক তমাল দাশ লিটন বলেন, তাদের পূজার আনুষ্ঠানিকতা শেষ। বুধবার মহাষষ্ঠীর মধ্যে দিয়ে তারাও দেবী দুর্গার আরাধনা শুরু করবেন। প্রতি বছরের ন্যায় এবারও তারা দেবী দুর্গাকে ত্রিপুরা নারীদের পরিধেয় বস্ত্র রিনারিসাই দিয়ে সাজিয়েছেন।
তিনি আরও বলেন, ইতোমধ্যে খাগড়াছড়ির প্রতিটি মণ্ডপে পুলিশ ও বিজিবি মোতায়েন করেছে প্রশাসন। আশা করছি, প্রশাসন তথা সবার সহযোগিতায় সুন্দর ও সুষ্ঠুভাবে পূজা শেষ করতে পারবো।
খাগড়াছড়ি পুালশ সুপার মোঃ আরেফিন জুয়েল বলেন, দুর্গা পূজাকে কেন্দ্র করে কেউ যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সে ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি আনসার, বিজিবি, সেনাবাহিনী মাঠে থাকবে। মণ্ডপ গুলোতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে।