খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ নির্বাচনে আনারসের জয়
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে খাগড়াছড়ি সদর উপজেলায় আনারস প্রতীকে মোঃ দিদারুল আলম দিদার ১৬হাজার ৮শ ৩২ ভোট পেয়ে জয়লাভ করেছে। তার নিকটতম প্রতিদন্ধী হিসেবে সন্তোষিত চাকমা দোয়াত কলম প্রতীকে ৮হাজার ৫শ ৬৫ ভোট, মোঃ আকতার হোসেন মোটর সাইকেল প্রতীকে ৬হাজার ৯শ ৩৭ ভোট, জ্ঞান রঞ্জন ত্রিপুরা কৈ মাছ প্রতীকে ৬ হাজার ৫শ ১০ ভোট, সুশীল জিবণ ত্রিপুরা টেলিফোন প্রতীকে ৯শ ৪৭ ভোট, লাঙ্গল প্রতীকে ১শ ৩৩ ভোট পেয়েছেন।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে কাউচিং মারমা তালা প্রতীকে ১৬হাজার ২শ ৯১ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বই প্রতীকে ১০হাজার ৪শ ১৭ ভোট পেয়েছেন। এছাড়াও মোঃ এরশাদ উল্লাহ চশমা প্রতীকে ৬হাজার ৪শ ৯৬ ভোট, মোঃ শাহাব উদ্দিন সরকার ৫০৫০ ভোট, মোঃ হানিফ টিয়াপাখি ১ হাজার ৬ ভোট পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে কল্যাণী ত্রিপুরা কলস প্রতীকে ১৭হাজার ৪শ ৭১ ভোট পেয়ে জয় লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকে নীপু ত্রিপুরা ১১হাজার ৬শ ৭৭ ভোট ও নিউসা মগ প্রজাপতি প্রতীকে ৯হাজার ৯শ ৭৯ ভোট পেয়েছেন।
খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা নাঈমা ইসলাম স্বাক্ষরিক ফলাফল তালিকা অনুযায়ী এ তথ্য নিশ্চিত করা হয়েছে।