মোফাজ্জল হোসেন ইলিয়াছ, খাগড়াছড়িঃ করোনায় আর্থিক সহায়তা ও সাধারণ সভা উপলক্ষে ৪শ ৫১সদস্যের মাঝে ২২লক্ষ ৫৫ হাজার টাকা বিতরণ করেছে খাগড়াছড়ি সড়ক পরিবহণ চালক সমবায় সমিতি লিমিটড।
আজ রবিবার (২২ আগস্ট) সকালে জেলা শহরের খাগড়াছড়ি গেইট সংলগ্ন নিজস্ব কার্যালয়ে এই আর্থিক সহায়তা বিতরণ করে সংগঠনটি। এতে খাগড়াছড়ি সড়ক পরিবহণ চালক সমবায় সমিতি লিমিটড এর সভাপতি মধু সুদন দেবনাথ, সাধারণ সম্পাদক মোঃ ইউনুছ মিয়া, সহ-সভাপতি মোহাম্মদ হোসন, সদস্য গোপাল চন্দ্র নাথ, সুভাষ বড়ুয়া, নুরুল আফসার, সিরাজ উদ্দিন সিরাজ, মোঃ ফরিদ, জসিম উদ্দিন, হিসাব রক্ষক মোমিনুল হকসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় প্রতি সদস্যকে ৫ হাজার টাকা হারে ৪শ ৫১ সদস্যকে ২২লক্ষ ৫৫ হাজার টাকা তুলে দেন সংগঠনের নেতারা।
এতে বক্তারা বলেন, সব সময় সংগঠনের সদস্যদের পাশে দাঁড়াতে খাগড়াছড়ি সড়ক পরিবহণ চালক সমবায় সমিতি লিমিটড বদ্ধ পরিকর। নিয়ম শৃংখ্যলা মেনে সংগঠন পরিচালনা থেকে শুরু করে প্রতিটি কার্যক্রম স্বচ্ছতার ভিত্তিতে ট্রাক শ্রমিকরা এই সংগঠন গড়ে তুলেছে, ঐক্যবদ্ধ ভাবে কাজ করার লক্ষে। তাই সকল সদস্যদের সুখ-দু:খে মিলেমিশে কাজ করে যাওয়ায় এই প্রতিষ্ঠানের লক্ষ বলে মন্তব্য করেন কর্ণধাররা।
নেতৃবৃন্দরা আরো বলেন, দশের লাঠি একের বোঝা। কারণ সকলের সম্মিলিত প্রয়াসের ফলেই এই সংগঠন আজ দীর্ঘ পথ পাড়ি দিয়ে বর্তমান অবস্থানে দাঁড়িয়ে নিজেরাই নিজের কল্যাণে কাজ করছে। পাশাপাশি অসহায় মানুষ থেকে শুরু করে নানা সামাজিক কাজও নিজেদের কষ্টে অর্জিত অর্থ দিয়ে সহায়তার হাত প্রসারিত করে আসছে।