খানসামায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রশাসন ও থানা পুলিশের সংবর্ধণা ও আলোচনা সভা
- আপডেট সময় : ০৮:৫৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২
- / ১০৪৫ বার পড়া হয়েছে
খানসামায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রশাসন ও থানা পুলিশের সংবর্ধণা ও আলোচনা সভা
চৌধুরী নুপুর নাহার তাজ/দিনাজপুর জেলা প্রতিনিধি
দিনাজপুরের খানসামায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সংবর্ধনা, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে উপজেলা চত্বরে মানববন্ধন শেষে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে থানা পুলিশের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ওসি কামাল হোসেন এর সভাপতিত্বে ও এসআই ফরহাদ ইবনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি। শেষে নারীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।
অপরদিকে উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তার এর সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারজানা ইয়াসমিনের সঞ্চালনায় ভার্চুয়ালী বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি পলি রায়, নারী নেত্রী পার্বতী রায় ও কল্যাণী রায় প্রমূখ।
[irp]


















