ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে দিনাজপুরের খানসামা উপজেলায় ভোট হয়েছে ২৯ মে ২০২৪ তারিখে । বুধবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয় ভোটগ্রহণ। খানসামা উপজেলার ৫৭ টি ভোটকেন্দ্রে ভোট গ্রহন করা হয় । বেসরকারি ফলাফল অনুযায়ী খানসামা উপজেলায় আনারস প্রতীকের প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান সহিদুজ্জামান শাহ ৩৩৭৫৭ টি ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ঘোড়া প্রতীকের প্রার্থী ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রাকেশ গুহ পেয়েছেন ২১২২১ টি ভোট। ভাইস চেয়ারম্যান পদে এ. টি. এম সুজাউদ্দিনশাহ্ লুহিন উড়োজাহাজ প্রতীকে ৩৪৯৫২ টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ধীমান চন্দ্র দাস । তালা প্রতীকে তিনি পেয়েছেন ২৬৫৬৬টি ভোট । মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলাযুব মহিলা লীগের সভাপতি পলি রায় ফুটবল প্রতীকে ৩১৫৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোছা. মনজিল আফরোজ পারভীন কলস প্রতীকে ২৪৪৬১ ভোট পেয়েছেন ।