DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ১২ই জুলাই ২০২৫
ঢাকাশনিবার ১২ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

খানসামায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ার পেলেন যারা

Astha Desk
মে ৩০, ২০২৪ ১১:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

খানসামায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ার পেলেন যারা

নিজামুল ইসলাম/দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে দিনাজপুরের খানসামা উপজেলায় ভোট হয়েছে২৯ মে ২০২৪ তারিখে । বুধবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয় ভোটগ্রহণ। খানসামা উপজেলার ৫৭ টি ভোটকেন্দ্রে ভোট গ্রহন করা হয় ।

বেসরকারি ফলাফল অনুযায়ী খানসামা উপজেলায় আনারস প্রতীকের প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান সহিদুজ্জামান শাহ ৩৩, ৭, ৫৭ টি ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ঘোড়া প্রতীকের প্রার্থী ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রাকেশ গুহ পেয়েছেন ২১, ২, ২১ টি ভোট।

ভাইস চেয়ারম্যান পদে এ. টি. এম সুজাউদ্দিনশাহ্ লুহিন উড়োজাহাজ প্রতীকে ৩৪, ৯, ৫২ টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ধীমান চন্দ্র দাস। তালা প্রতীকে তিনি পেয়েছেন ২৬, ৫, ৬৬টি ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলাযুব মহিলা লীগের সভাপতি পলি রায় ফুটবল প্রতীকে ৩১, ৫, ৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোছা. মনজিল আফরোজ পারভীন কলস প্রতীকে ২৪, ৪, ৬১ ভোট পেয়েছেন ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]