চৌধুরী নুপুর নাহার তাজ দিনাজপুর জেলা প্রতিনিধি:
করোনা ভাইরাস ঠেকাতে দরকার মাস্ক৷ বহুবার জানানো সত্বেও মাস্কের গুরুত্ব বুঝতে নারাজ সমাজের একাংশ। খানসামা থানা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন যায়গায় মাস্কের গুরুত্ব বোঝানো হলেও সমাজের একাংশ যেনো সব কিছুরই উর্দ্ধে। করোনা ভাইরাসের সংক্রমণের মধ্যে বিভিন্ন সময় মাস্কের প্রয়োজনিয়তা ও গুরুত্ব বোঝানো হলেও এখনও মেলে মাস্ক ছাড়া বেশকিছু লোকের দেখা।
শনিবার খানসামা থানা পুলিশের পক্ষ থেকে খানসামা থানার অফিসার ইনচার্জ শেখ কামাল হোসেন গ্রামের বিভিন্ন প্রান্তে মাস্ক বিতরণ করলেন।
শনিবার খানসামা থানার পক্ষ থেকে মাস্ক দেওয়া হলো পথ চলতি মানুষ থেকে গাড়ির চালকদের।খানসামা থানার পুলিশরা যে শুধুই মাস্ক দিলেন তাই নয়, মাস্ক কেন পরবেন তা স্পষ্ট বুঝিয়েও দিলেন তারা।
খানসামা থানার অফিসার ইনচার্জ শেখ কামাল হোসেন বলেন, মাস্কই একমাত্র পথ করোনা থেকে রেহাই পাওয়ার। মাস্ক ছাড়া অনেকেই ঘুরছেন এখনও৷ যাতে সবাই মাস্ক পরেন ও ভুলে না যান, তার জন্য আবারও একটি উদ্যোগ।
মাস্কের গুরুত্ব বারবার বোঝানোর পরেও যখন সমাজের একাংশ বুঝছেন না, তখন এর বড় মাশুল দিতে হবে বলে ধারনা করা হচ্ছে৷