খালেদার চিকিৎসা করতে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় তিন চিকিৎসক
স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তিন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় এসেছেন। বিএনপি’র মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। আজ বুধবার (২৫ অক্টোবর) রাতে এই বিশেষজ্ঞ চিকিৎসকদল ঢাকায় এসেছেন।
যুক্তরাষ্ট্র থেকে আসা চিকিৎসকরা হলো, ডাক্তার ক্রিসটোস স্যাভাস জর্জিয়াডেস, ডাক্তার জেমস পিটার অ্যাডাম হ্যামিলটন ও ডাক্তার হামিদ আহমেদ আব্দুর রব। তারা তিনজনই বিশ্বখ্যাত মার্কিন বিশ্ববিদ্যালয় জনস হপকিন্সের চিকিৎসক।
এদের মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত ডাক্তার হামিদ রব জন হপকিন্স কিডনি ট্রান্সপ্লান্ট প্রোগ্রামের পরিচালক এবং মেডিসিন বিশেষজ্ঞ। ডাক্তার ক্রিসটোস স্যাভাস জর্জিয়াডেস ইন্টারভেনশনাল অনকোলজি বিভাগের পরিচালক। তিনি রেডিওলোজি অ্যান্ড রেডিওলোজিকাল বিশেষজ্ঞ। এছাড়া সহযোগী অধ্যাপক জেমস পিটার হ্যামিলট একই বিশ্ববিদ্যালয়ের হেপাটোলোজি বিভাগের পরিচালক ও মেডিসিন বিশেষজ্ঞ।