DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১১ই এপ্রিল ২০২৫
ঢাকাশুক্রবার ১১ই এপ্রিল ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

খুলনার ছয়টি সংসদীয় আসনেই আওয়ামী লীগের প্রার্থীর জয়

Astha Desk
জানুয়ারি ৮, ২০২৪ ১১:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

খুলনার ছয়টি সংসদীয় আসনেই আওয়ামী লীগের প্রার্থীর জয়

খুলনা প্রতিনিধিঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ছয়টি আসনেই আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। ৭ জানুয়ারি রোববার রাতে খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা খন্দকার ইয়াসি আরেফীন বেসরকারি ভাবে এই ফলাফল ঘোষনা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী খুলনা-১ দাকোপ বটিয়াঘাটা আসনের ১১০ কেন্দ্রের ফলাফলে আওয়ামীলীগের ননী গোপাল মন্ডল
নৌকা প্রতীকে পেয়েছে ১ লাখ ৪২ হাজার ৫শ ১৮ ভোট। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী প্রশান্ত কুমার রায় ঈগল প্রতীকে পেয়েছে ৫ হাজার ২শ ৬২ ভোট। ননী গোপাল মন্ডল দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন।

খুলনা-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ সালাহউদ্দিন ৯৯ হাজার ৮শ ৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। লাঙ্গল প্রতীকে তার নিকট প্রার্থী মোঃ গাউসুল আজম পেয়েছে ৩ হাজার ৮শ ৪১ ভোট।

খুলনা-৩ আসনে বেসরকারি ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী এসএম কামাল হোসেন নির্বাচিত হয়েছেন। তিনি ৯০ হাজার ৯শ ৯৯ ভোট পেয়েছে। জাতীয় পার্টির মোঃ আব্দুল্লাহ আল মামুন এ আসন থেকে ৪ হাজার ৮শ ৭৩ ভোট পেয়েছে।

খুলনা-৪ আসনে আব্দুস সালাম মুর্শেদী পেয়েছে ৮৬ হাজার ১শ ৯৪ ভোট। তার নিকটতম ছিলেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এসএম মোর্ত্তজা রশিদী দারা। তিনি পেয়েছে ৬০ হাজার ৮শ ৯৩ ভোট।

খুলনা-৫ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নারায়ণ চন্দ্র চন্দ ১ লাখ ১০ হাজার ২শ ১৯ ভোট পেয়েছে। তার নিকটতম ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শেখ আকরাম হোসেন পেয়েছে ৯৩ হাজার ৭৭ ভোট।

খুলনা-৬ আসনে মোঃ রশিদুজ্জামান পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৩৩৯ ভোট। ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জি এম মাহবুবুল আলম পেয়েছে ৫১ হাজার ৪শ ৭৪ ভোট।

উল্লেখ্য, এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও খুলনার ছয়টি সংসদীয় আসনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হয়েছিলেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:২৩
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৮
  • ১২:০৩
  • ৪:৩০
  • ৬:২২
  • ৭:৩৭
  • ৫:৪১