জেলা প্রতিনিধিঃখুলনায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। খুলনা করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এছাড়া আইসিইউতে রয়েছেন ৭ জন।
মৃতরা হলেন খুলনার রূপসার ঠাকুর চন্দ্র পাল (৭৫), বটিয়াঘাটার পারুল বালা (৮০), সোনাডাঙ্গার ইদ্রিস আলী (৬৫) ও দৌলতপুরের আব্দুল আজিজ (৫৭)। এ নিয়ে খুলনা করোনা হাসপাতালে ২৫৬ জনের মৃত্যু হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার (২১ মে) বেলা ১১টা ৫০ মিনিটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঠাকুর চন্দ্র পাল (৭৫) নামে একজনের মৃত্যু হয়। তিনি রুপসার আলাইপুর পিঠাভোগ এলাকার বাসিন্দা মৃত তারক চন্দ্র পালের ছেলে। করোনায় আক্রান্ত অবস্থায় ১৬ মে হাসপাতালে ভর্তি হন।
এদিন ভোর ৪টা ২০ মিনিটে একই স্থানে চিকিৎসাধীন অবস্থায় বটিয়াঘাটার কল্যাণশ্রী এলাকার মৃত প্রফুল্লের স্ত্রী পারুল বালা (৮০) মারা যান। তিনি ১৯ মে করোনা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন।
এর আগে ভোর ৪টা ১০ মিনিটে নগরীর সোনাডাঙ্গা এলাকার ইয়াকুব আলীর ছেলে ইদ্রিস আলী (৬৫) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি ১৭ মে হাসপাতালে ভর্তি হন।
এছাড়া বৃহস্পতিবার রাত পৌনে ১১টায় করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল আজিজ (৫৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। তিনি নগরীর দৌলতপুরের মৃত হযরত আলীর ছেলে। গত ১০ মে খুলনা করোনা হাসপাতালে ভর্তি হন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে শুক্রবার (২১ মে) সকাল পর্যন্ত ৬৯ জন চিকিৎসাধীন রয়েছেন। রেডজোনে ৪৬ ও ইয়োলো জোনে ২৩ জন রয়েছেন। এরমধ্যে আইসিইউতে ৭ জন রয়েছেন। ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ জন।