DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ২৯শে নভেম্বর ২০২৪
ঢাকাশুক্রবার ২৯শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

গণঅধিকার পরিষদ সদস্য সচিব হলেন মামুন

Astha Desk
জুন ২৩, ২০২৩ ৭:২৪ অপরাহ্ণ
Link Copied!

গণঅধিকার পরিষদ সদস্য সচিব হলেন মামুন

স্টাফ রিপোর্টারঃ

ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনকে করা হয়েছে গণঅধিকার পরিষদ সদস্য সচিব।
পাল্টা পদক্ষেপ হিসাবে গণঅধিকার পরিষদ থেকে সদস্য সচিব নুরুল হক নুরকে সরিয়ে এ ঘোষণা দিলেন আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়া।

মঙ্গলবার রেজা কিবরিয়াকে সরিয়ে রাশেদ খানকে ভারপ্রাপ্ত আহ্বায়ক করে নূরদের সংবাদ বিজ্ঞপ্তি আসার পর নুরকে বহিষ্কার করে মামুনকে দায়িত্ব দেওয়ার সংবাদ বিজ্ঞপ্তি রাতে আসে রেজার তরফে।

বাংলাদেশে গণঅধিকার পরিষদের প্যাডে রেজা কিবরিয়ার স্বাক্ষরে আসা এই বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের গঠনতন্ত্র লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগে নুরকে সদস্য সচিব পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

 

ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে হাসান আল মামুনকে দায়িত্ব দিয়ে রেজা বলেন, “পরবর্তী নির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত হওয়ার পূর্ব পর্যন্ত সদস্য সচিব হিসেবে কোটা সংষ্কার আন্দোলনের প্রতিষ্ঠাতা আহবায়ক ও অধিকার পরিষদের অন্যতম প্রধান উদ্যোক্তা হাসান আল মামুনকে ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে মনোনীত করছি। গণঅধিকার পরিষদে আমিই আহ্বায়ক, যেহেতু আমার নিবন্ধন তাই আমিই আহবায়ক রেজা কিবরিয়া।

নুরের বিরুদ্ধে অভিযোগের বিবরণে বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনি গণঅধিকার পরিষদের গঠনতন্ত্র, ২১ দফা কর্মসূচি, লক্ষ্য-উদ্দেশ্য এবং মূলনীতিবিরোধী কাজ করেছেন, দেশের সংবিধান, মুদ্রা ও সন্ত্রাসবিরোধী আইন লঙ্ঘন করেছেন, ইসরায়েলসহ বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ করেছেন, অনৈতিক আর্থিক লেনদেন করেছেন, গঠনতন্ত্র লঙ্ঘন করে সভা ডেকে অবৈধভাবে ভারপ্রাপ্ত আহ্বায়ক মনোনয়ন দিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতৃবৃন্দের বিরুদ্ধে উষ্কানিমূলক পোস্ট দিয়ে দলে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন।

বিজ্ঞপ্তিতে দলের নেতা-কর্মীদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং নির্দলীয় ও নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার গঠনের আন্দোলন বেগবান করার নির্দেশনাও দেন রেজা কিবরিয়া। নুরের সহযোগী হিসেবে যুগ্ম আহ্বায়ক রাশেদ খানকেও তার পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত জানান রেজা কিবরিয়া।

 

যে উদ্যোগের ধারাবাহিকতায় দুই বছর আগে গণঅধিকার পরিষদ গঠিত হয়, সেই ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ছিলেন মামুন। নুর ও রাশেদ ছিলেন যুগ্ম আহ্বায়ক। পরিষদের প্যানেল থেকে নির্বাচন করেই ডাকসুর ভিপি নির্বাচিত হন নুর।

আরো পড়ুন :  আইনজীবী হত্যার ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি প্রক্রিয়ার নির্দেশ

 

ধর্ষণের এক মামলায় গ্রেপ্তার হওয়ার পর মামুনকে ছাত্রঅধিকার পরিষদের আহ্বায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তখন ভারপ্রাপ্ত আহ্বায়ক করা হয়েছিল রাশেদকে। তখন ডাকসুর ভিপি হিসেবে রাজনৈতিক অঙ্গনে তৎপর হয়ে ওঠা নুর ২০২১ সালের অক্টোবরে গণফোরাম ছেড়ে আসা রেজা কিবরিয়াকে সামনে রেখে গণঅধিকার পরিষদ নামে রাজনৈতিক দলটি গড়ার ঘোষণা দেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০