DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ৩০শে নভেম্বর ২০২৪
ঢাকাশনিবার ৩০শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

গণতন্ত্র ও নাগরিক অধিকার পুনরুদ্ধারে এগিয়ে আসতে হবে-এমএন আবছার

News Incharge
মার্চ ২৯, ২০২২ ৫:৪৫ অপরাহ্ণ
Link Copied!

গণতন্ত্র ও নাগরিক অধিকার পুনরুদ্ধারে এগিয়ে আসতে হবে-এমএন আবছার

খাগড়াছড়ি প্রতিনিধিঃ

গণতন্ত্র ও নাগরিক অধিকার পুনরুদ্ধারে এগিয়ে আসার আহবান জানিয়েছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার।

গণতন্ত্র ও নাগরিক অধিকার পুনরুদ্ধারে জননেতা ওয়াদুদ ভূইয়ার হাতকে শক্তিশালী করতে পানছড়ি উপজেলা যুবদলের আওতাধীন ৫ টি ইউনিয়ন যুবদলের সম্মেলন/২২ উপলক্ষে পানছড়ি উপজেলা যুবদল কর্তৃক আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।

এমএন আবছার বলেন, অবৈধ ও অগণতান্ত্রিক রাতের সরকার দেশের মানুষকে দাবিয়ে রাখতে দ্রব্যমূল্যের উর্ধগতি করে দিয়েছে।

মানুষ, স্বাধীনভাবেও বাঁচতে পারছে না, আবার মেহনতি সাধারণ মানুষ শান্তিতে খেতেও পারছেন না। তাই এই বাকশালি আওয়ামী সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে ঝাপিয়ে পড়তে হবে।

মঙ্গলবার (২৯ মার্চ ২০২২) দুপুরে পানছড়ি উপজেলা বিএনপির কার্যালয়ে পানছড়ি উপজেলা যুবদলের আহবায়ক মো. আবসার এর দিকে সভাপতিত্বে অনুষ্ঠিত ১নং লৌগাং ইউনিয়ন, ২ নং চেঙ্গী ইউনিয়ন, ৩ নং পানছড়ি সদর ইউনিয়ন, ৪ নং লতিবান ইউনিয়ন ও ৫ নং উল্টাছড়ি ইউনিয়ন যুবদলের এই সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজ।

বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপি দপ্তর সম্পাদক মারিয়াম আক্তার মনি, জেলা বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, জেলা বিএনপির ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক, মোহাম্মদ হোসেন বাবু, পানছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন, জেলা যুবদলসহ যুবদলের অপরাপর নেতৃবৃন্দ ও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলের অপরাপর নেতৃবৃন্দ।

উপস্থাপনা করেন পানছড়ি উপজেলা যুবদল এর সদস্য সচিব মোঃ সেলিম কোম্পানি।

আরো পড়ুন :  খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি ফিরিয়ে দেওয়ার দাবিতে তাঁতীদলের বিক্ষোভ

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০