DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ২রা জুলাই ২০২৫
ঢাকাবুধবার ২রা জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গঠনের প্রত্যাশা থেকেই জুলাই আন্দোলন-নাহিদ

Astha Desk
জুলাই ২, ২০২৫ ১২:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গঠনের প্রত্যাশা থেকেই জুলাই আন্দোলন-নাহিদ

স্টাফ রিপোর্টারঃ

শুধুমাত্র ক্ষমতা বদলের জন্য নয়, বরং একটি নতুন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গঠনের প্রত্যাশা থেকেই জুলাই আন্দোলন হয়েছে। এক ফ্যাসিস্টের জায়গায় আরেক ফ্যাসিস্ট বসানোর জন্য মানুষ রাজপথে রক্ত দেয়নি। জুলাই আমাদের ভয়কে জয় করতে শিখিয়েছে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে শিখিয়েছে।

জুলাই আন্দোলন’কে স্মরণ করে দেশজুড়ে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরুতে
আজ মঙ্গলবার (১ জুলাই) বিকেলে গাইবান্ধা পৌরপার্কের শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র আহ্বায়ক নাহিদ ইসলাম।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই আন্দোলনের পর নতুন দেশ তৈরি হলেও সেই দেশের কাঠামো এখনো গড়া হয়নি। আজ গাইবান্ধা থেকে সেই নতুন দেশ গড়ার যাত্রা শুরু হলো, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই কথা বলবে নির্ভয়ে, বাঁচবে সমান অধিকারে।

এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম এর সভাপতিত্বে ও সঞ্চালনায় বক্তব্য রাখেন, পার্টির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আখতার হোসেন, ডা. তাসনিম জারা, নাসীরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আবদুল্লাহ, সাইফুল্লাহ হায়দার, আসাদুল্লাহ আল গালিব, আবু সাঈদ লিয়ন, নাজমুল হাসান সোহাগ, ডা. মাহমুদা আলম মিতু, মোহাম্মদ আতাউল্লাহ, এবং কেন্দ্রীয় সদস্য ফিহাদুর রহমান দিবস প্রমূখ।

সমাবেশের আগে সকালে এনসিপি নেতারা রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন এবং সাদুল্যাপুরে এক পথসভায় অংশ নেন। গাইবান্ধার সমাবেশ শেষে নেতাকর্মীরা সড়ক পথে পলাশবাড়ির উদ্দেশ্যে যাত্রা করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।