শিরোনাম:
গাইবান্ধায় ব্যবসায়ীকে গলা কেটে হত্যা
Astha DESK
- আপডেট সময় : ০৭:৩৩:০১ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
- / ১৮৯৬ বার পড়া হয়েছে
গাইবান্ধায় ব্যবসায়ীকে গলা কেটে হত্যা
গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধায় ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করা হয়েছে। আজ রবিবার (১৭ আগষ্ট) সকালে উপজেলার নাকাই ইউনিয়নের শীতলগ্রামের কানিপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম ওই গ্রামের মৃত তোফাজ্জল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রাস্তার পাশে মরদেহটি দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেয়। ধারণা করা হচ্ছে, শনিবার রাতে কোনো একসময় তাকে গলা কেটে হত্যা করা হয়েছে।
তিনি বিকাশ ও মনোহারি পণ্যের ব্যবসা করতেন। পাশাপাশি তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের স্থানীয় ওয়ার্ড সভাপতি ছিলেন।
গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, “লাশ উদ্ধারের পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।















