DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১৮ই অক্টোবর ২০২৪
ঢাকাশুক্রবার ১৮ই অক্টোবর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধার পলাশবাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাণ্ডব লীলা,আটক এক

DoinikAstha
আগস্ট ২৬, ২০২১ ৮:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

 

গাইবান্ধার পলাশবাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাণ্ডব লীলা,আটক এক

 

শেখ মো: আতিকুর রহমান আতিক, মফস্বল ডেস্ক থেকে :

 

গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের গিরিধারীপুর গ্রামের পশ্চিমপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মধ্যযুগীয় কায়দায় তাণ্ডব লীলা চালিয়েছে বাড়াইপাড়া গ্রামের লোকজন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ২৪ আগস্ট বিকেলে। এ বিষয়ে থানায় মামলা হওয়ায় পুলিশ একজনকে আটক করেছে।

সরেজমিনে প্রকাশ,পলাশবাড়ী পৌর এলাকার বাড়াইপাড়া গ্রামের মুকটের ভাগিনা নীলয় ও গিরিধারীপুর গ্রামের পশ্চিমপাড়ার জাহিদের সাথে সিনিয়র জুনিয়র বিষয় নিয়ে প্রথমে কথা কাটাকাটি হাতাহাতির ঘটনা ঘটে।

এসব তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে এবং পূর্ব শত্রুতার জেরে মঙ্গলবার ২৪ আগস্ট বিকেলে বাড়াইপাড়া গ্রামের মৃত আবুলের (কানা আবুল) ছেলে এনামুল,
আসগর আলীর ছেলে আতোয়ার রহমান ও মৃত আজহার আলীর ছেলে মুকট গংদের নেতৃত্বে লাঠি সোটা,লোহার রড,লোহার পাইপ,বেকী নিয়ে শতাধিক ব্যক্তি গিরিধারীপুর গ্রামের পশ্চিম পাড়ায় ব্যবসায়ী জহুরুল সহ প্রায় ২০টি বাড়িতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়।
তাদের হামলা ও তান্ডবে নারী সহ কমপক্ষে ৮ জন আহত হয়। আহতরা হলো শাহানাজ পারভীন,উরুন্নাছ বেগম,ফারুক,হাছনা বেগম,জহুরুল হক,মিজানুর রহমান ও অজ্ঞাত আরো ৩/৪ জন।

হামলাকারীরা সিসি ক্যামেরা,বিদ্যুতের মিটার, মাইক্রোবাস (কার),মোটরসাইকেল ও বাড়িঘর ভাংচুর ও হামলা চালিয়ে ব্যাপক ক্ষতি সাধন করে ।


তাদের হামলা থেকে নীরিহ প্রাণী গরুও রক্ষা পায়নি। ভাংচুরের পাশাপাশি তারা ঘরে ঢুকে আসবাবপত্র তছনছ করে নগদ টাকা,স্বর্নালংকার লুটপাট করে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পলাশবাড়ী ও রংপুর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় পলাশবাড়ী থানা পুলিশ সহ অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে মোছাঃ শাহানাজ পারভীন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলার পরপরই এজাহার নামীয় বাড়াইপাড়া গ্রামের মৃত আবুলের ছেলে শাহাদত’কে গ্রেফতার করে গাইবান্ধা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি মাসুদ রানা ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হাসিবুর রহমান হাসিব বর্তমানে পরিস্থিতি অনেকটাই শান্ত এবং বাকি আসামিদের ধরতে জোর পুলিশি তৎপরতা অব্যাহত আছে বলে জানান।

 

 

আরো পড়ুন :  ধামইরহাটে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৩৯
ইফতার শুরু - সন্ধ্যা ৫:৩৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৪
  • ১১:৪৮
  • ৩:৫৫
  • ৫:৩৬
  • ৬:৫০
  • ৫:৫৬