গাইবান্ধার বাদিয়াখালী টু তালুকজামিরা রাস্তার লাঙ্গল ভাঙ্গা ব্রীজের পুর্ব পাশে বেহাল অবস্থা, দেখার কেউ নেই
- আপডেট সময় : ০২:১৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১
- / ১০৪৩ বার পড়া হয়েছে
গাইবান্ধার বাদিয়াখালী টু তালুকজামিরা রাস্তার লাঙ্গল ভাঙ্গা ব্রীজের পুর্ব পাশে বেহাল অবস্থা, দেখার কেউ নেই
আতিকুর রহমান আতিক, মফস্বল ডেস্ক থেকে :
গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের বাদিয়াখালী টু তালুকজামিরা রোডের চকবরুল এলাকায় অবস্হিত লাঙ্গল ভাঙ্গা ব্রীজ।
২০১৯ সালে প্রবল বন্যার পানির চাপে ব্রীজটির
পুর্ব পাশের মাটি ধ্বসে যায়।
তারপর সেই ধ্বসে যাওয়া ব্রীজটি আর সংস্কার করা হয়নি।
অবিরাম বৃষ্টির কারনে এ রাস্তায় চলাচল কারী জনসাধারন কে প্রতিদিন চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।
যার কারনে প্রতিদিন ঘটছে ছোট বড় দূর্ঘটনা।
স্থানীয় জনপ্রতিনিধিদের কে বিষয়টি একাধিকবার জানানো হলেও তারা কোন কর্নপাত করছেন না বলে জানান এলাকাবাসী।
তাই যাতে ব্রীজটি সংস্কার করে চলাচলের উপযোগী করা হয় সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এই রাস্তায় চলাচলকারী ভুক্তভোগীরা
[irp]


























