গাইবান্ধার সুন্দরগঞ্জে ভূয়া ডাক্তার আটক
শেখ মোঃ আতিকুর রহমান আতিক, মফস্বল ডেস্ক থেকে :
নিজেকে এমবিবিএস, এফসিপিএস ডাক্তার হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন জেলা ও উপজেলার ফার্মেসীতে রোগী দেখা এবং চিকিৎসাপত্র প্রদান করে প্রতারণার অভিযোগে গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ এমদাদুল হক ওরফে জামাল নামের এক ভূয়া ডাক্তারকে গ্রেফতার করছে।
৯ আগষ্ট সোমবার সন্ধ্যায় পাশ্ববর্তী সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা বাজারে কেমিকো ফার্মাসিউটিক্যাল কোম্পানির মেডিকেল প্রতিনিধি জুলফিকার হাবিব তাকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করে।
এমদাদুল হক কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার ছোট ধনীরপাড় দক্ষিণ রামখানা চওরাটারী গ্রামের মঈন উদ্দিনের ছেলে।
জানা গেছে, ভূয়া ডাক্তার সুন্দরগঞ্জ উপজেলার ছাইতানতলা বাজারের একটি ফার্মেসীতে ডাক্তারি করার সময় কেমিকো ফার্মাসিউটিক্যাল কোম্পানির মেডিকেল প্রতিনিধি জুলফিকারের সাথে পরিচয় ঘটে।
এরই সূত্রধরে বাড়ি যাওয়ার কথা বলে ভূয়া ডাক্তার জুলফিকারের মোটরসাইকেল নিয়ে উধাও হয়ে যায়। অনেক খোজাখুজির পর তার সন্ধান না পাওয়ায় সুন্দরগঞ্জ থানায় অভিযোগ করেন তিনি।
সোমবার নলডাঙ্গায় ওই ভূয়া ডাক্তারকে দেখতে পেয়ে তাকে আটক করে থানায় খবর দেয় জুলফিকার।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে থানায় নিয়ে আসে।
সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল্লাহিল জামান দৈনিক আস্থাকে বলেন, আটককৃত এমদাদুল হক ওরফে জামালের বিরুদ্ধে মামলা হয়েছে এবং ১০ আগষ্ট মঙ্গলবার তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।