শিরোনাম:
গাইবান্ধায় আর্জেন্টিনার পতাকা টানতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০৯:৪৪:০৫ অপরাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১
- / ১০৫৫ বার পড়া হয়েছে
গাইবান্ধায় আর্জেন্টিনার পতাকা টানতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মফস্বল ডেস্ক :
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বাসার ছাদে আর্জেন্টিনার পতাকা টানতে গিয়ে স্বপন মন্ডল (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
৭ জুলাই বুধবার দুপুরে উপজেলার জামালপুর ইউনিয়নের খোর্দ্দ রসুলপুর মোংলা বন্দরে এ দুর্ঘটনা ঘটে। মৃত্যু স্বপন মন্ডল খোর্দ্দ রসুলপুর গ্রামের নওশা মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, আর্জেন্টিনার ফুটবল খেলা ভক্ত স্বপন মিয়া। ওই সময় তার বাসার ছাদে উঠে পতাকা টানছিলেন। এ সময় ৩৩ কেভি বৈদ্যুতিক তারে বিদ্যুৎ শকে ছিটকে মাটিতে পড়ে জ্ঞান হারায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে স্বপন মন্ডল মারা যায়।
জামালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুজ্জামান মন্ডল এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এমন ঘটনা খুবই দুঃখজনক।
[irp]



















