গাইবান্ধায় উপবৃত্তির টাকা আত্নসাত,সভাপতিসহ শিক্ষকের বিরুদ্ধে মামলা
শেখ মো: আতিকুর রহমান আতিক, মফস্বল ডেস্ক :
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় একটি বিদ্যালয়ের শির্ক্ষাথীদের উপবৃত্তির টাকা আত্নসাত করায় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সভাপতির নামে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
১২ সেপ্টেম্বর রবিবার বিকালে মামলা বিষয়টি নিশ্চিত করেন বাদি পক্ষের আইনজীবী এ্যাডভোকেট নুরুল ইসলাম প্রধান ।
মামলা সুত্রে জানা যায়, সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর এফ,হক,স্কুল এন্ড কলেজ শিক্ষার্থীদের উপবৃত্তির চুড়ান্ত তালিকায় নাম ও তথ্য ঠিক থাকলেও শিক্ষার্থীদের মোবাইল নাম্বার পরিবর্তন করে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ ওঠে।
এ ঘটনায় সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ করলে তদন্তে আসেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মু: মাহামুদ হোসেন মন্ডল।
দীর্ঘ তদন্ত শেষে অভিযোগের সত্যতা পেয়েও রহস্যজনক ভাবে কোন ব্যবস্থা গ্রহণ না করায় হতাশা প্রকাশ করে এলাকাবাসী।
পরে এ ঘটনায় ১২ সেপ্টেম্বর রবিবার বিকালে জড়িতদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয় ।
আসামীরা হলেন এফ. হক উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ মোজাম্মেল হক, অত্র বিদ্যালয়ের সভাপতি আমিন হোসেন,অফিস সহকারী ফিরোজ কবির, সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক,আব্দুর রশিদ, মোজাহিদুল সরকার, সাইফুল্লা,হাবিবুর রহমান,বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রহিম ।