গাইবান্ধায় বহুবছরের পুরাতন বিষ্ণুমূর্তি উদ্ধার
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুকুর খুড়তে গিয়ে পাওয়া গেল বহু বছরের বিশাল আকৃতির বিষ্ণুমূর্তি।
১৭ এপ্রিল শনিবার বিকালে উপজেলার শাখাহার ইউনিয়ন থেকে বিষ্ণুমূর্তিটি উদ্ধার করেছে পুলিশ।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান জানান, উপজেলার শাখাহার ইউপির আলীগ্রামে সরকারি পবনা পুকুর খনন করার সময় কালো পাথরের তৈরি একটি বিষ্ণুমূর্তির পুরাকৃর্তি পাওয়া যায়।
যার ওজন ৮৩ কেজি হবে। পরবর্তীতে পুকুরের পাহারাদার ভোলা(২৭) সেটিকে অন্যের বাড়িতে লুকিয়ে রাখে।
ভোলা আলীগ্রামের শৈলেন চন্দ্রের ছেলে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে বৈরাগীহাট তদন্ত কেন্দ্রের এএসআই আনোয়ার হোসেন গভীর রাতে অভিযান চালিয়ে আলী গ্রামের আমিরুলের বাড়ির পিছনে মাটির নিচ হতে ৪০”×১৯” মাপের বিষ্ণু মূর্তিটি উদ্ধার করে।
ওসি আরো জানান, উদ্ধার কৃত বিষ্ণুমূর্তিটি আদালতের অনুমতি সাপেক্ষে মহাস্থান প্রত্নতাত্ত্বিক জাদুঘরে জমা দেয়া হবে।