শিরোনাম:
গাইবান্ধায় বিদ্যুৎ স্পৃষ্টে ট্রাফিক সার্জেন্টের মৃত্যু
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০৫:৩৪:২৮ অপরাহ্ন, বুধবার, ২ জুন ২০২১
- / ১০৫১ বার পড়া হয়েছে
গাইবান্ধায় বিদ্যুৎ স্পৃষ্টে ট্রাফিক সার্জেন্টের মৃত্যু
আতিকুর রহমান আতিক,মফস্বল ডেস্ক থেকে :
গাইবান্ধায় ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়সাল মামুন (৩১) নামে এক ট্রাফিক সার্জেন্টের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১ জুন) রাত সাড়ে ১২টার দিকে গাইবান্ধার পুরাতন জেলখানা মোড়ে সদর ট্রাফিক পুলিশ বক্সের নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।
ফয়সাল মামুন দিনাজপুর সদর উপজেলার বাসিন্দা।
স্থানীয়রা জানান, মামুন রাতে মোবাইলে কথা বলতে বলতে পুরাতন জেলখানা মোড়ে ট্রাফিক পুলিশ বক্সের নির্মাণাধীন ভবনের তৃতীয় তলা ভবনে ওঠেন। সেখানে হঠাৎ করে তার পাশে থাকা ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তার শরীরে আগুন লাগে এবং তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মামুনের মরদেহ উদ্ধার করে।
[irp]



















