গাজায় অ্যাম্বুলেন্স ও স্কুলে দখলদারদের হামলায় নিহত-৩৫
আন্তর্জাতিক ডেস্কঃ
ফিলিস্তিনের গাজায় অ্যাম্বুলেন্স ও স্কুলে দখলদার ইসরায়েলের বোমা হামলায় অন্তত ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছে।
আজ শনিবার (৪ নভেম্বর) গাজার স্বাস্থ্যমন্ত্রণালয়ের বরাত দিয়ে আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, গাজা শহরের আল শিফা হাসপাতালের বাইরে অ্যাম্বুলেন্সে ইসরায়েলের হামলায় ১৫ জন এবং একটি স্কুলে হামলায় ২০ জনের মৃত্যু হয়েছে। স্কুলটিতে বাস্ত্যুচূত হওয়া নাগরিকরা আশ্রয় নিয়েছিল।
অ্যাম্বুলেন্সে হামলার দায় স্বীকার করে দখলদার ইসরায়ালের দাবি, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সদস্যরা অ্যাম্বুলেন্সে যাতায়াত করছিলেন। তাই তাদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়।
গাজায় চলমান দখলদারদের হামলার সাময়িক যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করেছেন বর্বর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
প্রসঙ্গত, দখলদার ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৯ হাজারের বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে, যাদের মধ্যে প্রায় ছয় হাজার শিশু ও নারী। অন্যদিকে, হামাসের হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৪শ ইসরায়েলি নিহত হয়েছেন।