গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭৪১৫ জন
আন্তর্জাতিক ডেস্কঃ
শুক্রবার রাত থেকে তীব্র বোমা হামলা শুরু করেছে দখলদার বর্বর ইসরায়েলি বাহিনী। এ হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৪শ ১৫ জনে।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদ সংস্থা ওয়াফা নিউজ জানিয়েছে, গণহত্যার উদ্দেশ্য চালিত ইসরায়েলি আগ্রাসনের ফলে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত পাওয়া খবর অনুসারে-গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৪শ ১৫ জনে। আহত হয়েছেন আরও অন্তত ২০ হাজার ৫শ জন।
স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, নিহতদের মধ্যে ৭ হাজার ৩শ ৫ জনই গাজা উপত্যকার। হাজায় আহত হয়েছে ১৮ হাজার ৫শ ৬৭ জন। বিপরীতে পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে বিগত ২১ দিনে নিহত হয়েছে ১শ ১০ জন। আহত হয়েছে আরও অন্তত ১ হাজার ৯শ ৫০ জন। নিহতদের মধ্যে ৩ হাজারেরও বেশি শিশু। নিহতদের ৭০ শতাংশই নারী, শিশু ও বয়স্ক।
এদিকে এক প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছিল, কাতারের মধ্যস্থতায় হামাস-ইসরায়েলের মধ্যে যে কোনো সময় যুদ্ধবিরতি হতে পারে। এরমধ্যেই ইসরায়েলি বাহিনী গাজায় তীব্র বোমা হামলা শুরু করে।
গাজা থেকে আল জাজিরার সাংবাদিক জানিয়েছেন, তাদের পূর্ব অভিজ্ঞতা থেকে ধারণা করছেন, গাজায় বড় কিছু, অর্থাৎ স্থল অভিযান শুরু করতে পারে ইসরায়েলি সৈন্যরা৷ এছাড়া যুদ্ধবিরতির আগে শেষবারের মতো তীব্র হামলা চালাতে পারে তারা।
তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, তারা গাজায় স্থল অভিযান সম্প্রসারণ করবেন৷ তিনি গাজা সিটি থেকে সাধারণ মানুষকে উত্তরাঞ্চলের দিকে সরে যেতে বলেছেন। যদিও তখনও বৃষ্টির মতো সেখানে বোমা হামলা চলছিল৷ সূত্র-আল জাজিরা, ওয়াফা নিউজ।