DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ২২শে নভেম্বর ২০২৪
ঢাকাশুক্রবার ২২শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

গাজায় ইসরায়েলি হামলা, নেমে এসেছে মানবিক বিপর্যয়

Ellias Hossain
অক্টোবর ১৩, ২০২৩ ১২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

গাজায় ইসরায়েলি হামলা, নেমে এসেছে
মানবিক বিপর্যয়, ব্লিঙ্কেন ইসরায়েলে, ১০ লাখের বেশি বাসিন্দাকে সরে যেতে ২৪ ঘণ্টা সময় দিলো ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্কঃ

উত্তর গাজায় বসবাসকারী ১০ লাখের বেশি ফিলিস্তিনিকে সরে যাওয়ার জন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে ইসরায়েল। তাদের দক্ষিণ গাজায় চলে যেতে বলা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে স্থলপথে বড় অভিযান শুরু করতে পারে ইসরায়েলি বাহিনী। এই বার্তাকে গুরুত্ব দিচ্ছে না হামাস। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলের এই বার্তা প্রোপাগান্ডার অংশ।

এদিকে জাতিসংঘ জানিয়েছে, এত কম সময়ে লাখ লাখ মানুষের সরে যাওয়াটা অসম্ভব। এতে বিপর্যকর পরিস্থিতি তৈরি হতে পারে। গত শনিবার থেকে এ পর্যন্ত গাজায় ১১ জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছে।

বৈরুতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, গাজায় যদি বোমা হামলা অব্যাহত থাকে তাহলে অন্যান্য ফ্রন্টেও যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে।

ইসরায়েল প্রতিশোধ হিসেবে বিমান হামলা শুরু করার পর থেকে গাজায় এ পর্যন্ত ১৪শ মানুষ নিহত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে প্রায় সাড়ে ৩ লাখ মানুষ।

শনিবার ইসরায়েলে হামাসের আক্রমণের পর নিহতের সংখ্যা বেড়ে ১৩শ জনে দাঁড়িয়েছে। এছাড়া আরও ১শ ৫০ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২
  • ১১:৪৭
  • ৩:৩৬
  • ৫:১৫
  • ৬:৩১
  • ৬:১৬