ফিলিস্তিনের গাজায় মানবিক যুদ্ধবিরতি ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আনা প্রস্তাবে আবার ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১৩ সদস্য গাজায় যুদ্ধবিরতির পক্ষে ভোট দিয়েছে। অন্যদিকে যুক্তরাজ্য ভোট দেওয়া থেকে বিরত ছিল। সংযুক্ত আরব আমিরাতের করা খসড়া প্রস্তাবনার ভিত্তিতে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার (৮ ডিসেম্বর) এই ভোটাভুটি অনুষ্ঠিত হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
এদিকে গাজায় সংঘাত থামাতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষ্ক্রিয়তার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে রাশিয়া। জাতিসংঘে নিযুক্ত রুশ উপরাষ্ট্রদূত দিমিত্রি পোলিয়ানাস্কি বলেন, জাতিসংঘের এমন নিষ্ক্রিয় ভূমিকার কারণে গাজার সংঘাত আরও তীব্র রূপ ধারণ করছে।
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস যুদ্ধবিরতির আহ্বান জানানোর পর ভোটাভুটির এই উদ্যোগ নেওয়া হয়। এর আগে গুতেরেসে জাতিসংঘ সনদের ৯৯ অনুচ্ছেদ প্রয়োগের বিরল পদক্ষেপ নেন। তারপর নিরাপত্তা পরিষদে গাজা ইস্যুতে ভোটাভুটির আয়োজন করা হলো।
গত বুধবার (৬ ডিসেম্বর) নিরাপত্তা পরিষদে পাঠানো এক চিঠিতে গুতেরেস বলেন, ইসরায়েল ও গাজার সংঘাতময় পরিস্থিতি বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকিকে আরও প্রকট করে তুলতে পারে।
এর আগে গাজা ইস্যুতে নিরাপত্তা পরিষদে পাঁচবার ভোটাভুটি হয়েছে। কিন্তু কোনও কার্যকর পদক্ষেপ নিতে পারে পরিষদ।