গাজীপুরে শিমুলতলী এলাকায় এক কলেজছাত্রীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আনন্দ ও মাসুদ রানাকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে। তবে প্রধান আসামি নাঈমকে এখনো ধরতে পারেনি পুলিশ।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, নাঈম নামে এক যুবক ও ওই কলেজছাত্রী একসঙ্গে পড়াশোনা করত। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় নাঈম ওই কলেজছাত্রীকে জরুরি কাজের কথা বলে শিমুলতলীতে যেতে বলে। পরে ঘুরতে যাওয়ার কথা বলে স্কুলগেটের একটি নির্জন স্থানে পরিত্যক্ত ঘরে নিয়ে যান। সেখানে আগে থেকেই ওত পেতে থাকা নাঈমের বন্ধু আনন্দ ও মাসুদ রানা পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। এ সময় কলেজছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতাল থেকে মৃত ঘোষণা, দাফনের সময় কেঁদে উঠল নবজাতক
এ ঘটনায় কলেজছাত্রীর মা বাদী হয়ে রাতেই মেট্রোপলিটন সদর থানায় তিনজনকে আসামি করে মামলা দায়ের করলে অভিযানে নামে পুলিশ।