শিরোনাম:
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১
News Editor
- আপডেট সময় : ০৬:৩৭:০৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০
- / ১০৬৮ বার পড়া হয়েছে
মোরাদ শেখ,গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জে বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ওলিউর রহমান বিপ্লব (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ১১টা ৫০মিনিটের সময় ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার বরাশুর নামক স্থানে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত বিপ্লব কাশিয়ানী উপজেলার মাহমুদপুর ইউপির সাবেক চেয়ারম্যান মৃত খলিলুর রহমানের ছেলে।
তিনি কাশিয়ানি উপজেলার রামদিয়া বাজারে রড সিমেন্টর ব্যবসা করেন। পরিবার পরিজন নিয়ে তিনি রামদিয়া বাজারেই বসবাস করতেন।
সার্জেন্ট মাহামুদ আলম জানান, কাশিয়ানী থেকে মোটর সাইকেলে করে রামদিয়া ফেরার সময় গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে বিপ্লব ঘটনাস্থলেই নিহত হয়।