জান্নাতুল আমরিন,গোপালগন্জ উপজেলা প্রতিনিধি: গোপন সংবাদের ভিত্তিতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব শেখ সালাউদ্দিন দিপু মহোদয়ের নেতৃত্বে গোপালগঞ্জ সদর থানাধীন ঘোষেরচর এলাকায় মোবাইলকোট পরিচালনা করে অটোরিকশার ভিতর ইয়াবা সেবনরত অবস্থায় ৫ জন আসামীকে আটক করা হয়।
আটককৃতরা হলেনঃ ১) শেখ সেন্টু(৫২), পিতা শেখ সোলায়মান, ২) আলামিন(২০), পিতা মোকলেস শরীফ, ৩) মোঃ মানি কাজী(৪৫), পিতা শামসুল হক কাজী, ৪) মুরাদ খান(৪৮), পিতা আকবর আলী খান ও ৫) কামরুল শেখ(৪০), পিতা এয়াকুব আলী, সর্ব সাং ঘোষেরচর, সদর, গোপালগঞ্জ।
স্বাস্থ্যবিধি মেনে ছোট পরিসরে দূর্গাপূজার আয়োজন হবে: খাদ্যমন্ত্রী
বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আটককৃত প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গোপালগঞ্জ এর উদ্যোগে পরিচালিত অভিযানে বিভাগীয় স্টাফ ও পুলিশ ফোর্স অংশগ্রহণ করেন।