DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১১ই এপ্রিল ২০২৫
ঢাকাশুক্রবার ১১ই এপ্রিল ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

গ্রামের বাড়িতে মাছ ধরছে সাইমন

Astha Desk
সেপ্টেম্বর ২১, ২০২৩ ৮:৩৩ অপরাহ্ণ
Link Copied!

গ্রামের বাড়িতে মাছ ধরছে সাইমন

বিনোদন প্রতিনিধিঃ

এ সময়ের ব্যস্ত নায়কদের একজন সাইমন সাদিক। শুটিং নিয়ে ব্যস্ততা লেগেই আছে। সাইমন সাদিক ও মাহিয়া মাহি জুটির ছবি ‘আনন্দ অশ্রু’র শুটিং শুরু হয়েছে মানিকগঞ্জে।
এই লটের শুটিং শেষ হওয়া মাত্রই নিজের জন্ম শহর কিশোরগঞ্জে চলে যান সাইমন। বাড়িতে গিয়ে জলাধারে মাছ ধরেন সাইমন।

কিশোরগঞ্জে বেড়ে ওঠা সাইমনের নিজ জন্মশহরের প্রতি টান বোঝা যায় তার সোশ্যাল মিডিয়া এক্টিভিটি থেকে। কিশোরগঞ্জে যাওয়ার সময় প্রায় ঘোষণা দিয়ে যান এই চিত্র নায়ক। ক’দিন আগে তেমনি একটি ঘোষণা দিয়ে গ্রামের বাড়ি যান।

সেই ঘোষোনার ফল মিলল। দেখা পাওয়া গেল সাইমনকে জলকাদা মাখা অবস্থায়। গ্রামের বাড়ি গিয়ে শৈশবকে ভুলতে পারেন নি, নেমে পড়েছেন মাছ ধরতে।

কাদামাটিসহ জলাধারে মাছ ধরার কয়েকটি স্থিরচিত্র সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি নিজেই। শুধু নিজে মাছ ধরছেন এমনটা নয়, ভক্তদেরও মাছ ধরার আহবান জানিয়েছে ক্যাপশন দিয়েছেন।

‘আনন্দ অশ্রু’ ছবিটি পরিচালনা করছেন মোস্তাফিজুর রহমান মানিক। একই নামে ঢালিউডে আরেকটি ছবি নির্মিত হয়েছিল তাতে সালমান শাহ ও শাবনূর অভিনয় করেছিলেন।

তাই একই নামে ছবি নির্মাণের ঘোষণা দেয়ায় ছবিটি রিমেক হিসেবে নির্মাণ করা হবে বলা ধারণা করা হচ্ছিল। পরে নির্মাতা মানিক জানান, ছবিটি রিমেক হিসেবে নয়। শুধু নামটাই নেয়া হয়েছে। সম্পূর্ণ ভিন্ন গল্পকে কেন্দ্র করে এই ছবিটি নির্মিত হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:২৩
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৮
  • ১২:০৩
  • ৪:৩০
  • ৬:২২
  • ৭:৩৭
  • ৫:৪১