DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ২৯শে নভেম্বর ২০২৪
ঢাকাশুক্রবার ২৯শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

গ্রুপিং ভুলে স্বৈরাচার সরকার বিরোধী আন্দোলন বেগবান করতে হবে-বিএনপি

Astha Desk
জুন ১৮, ২০২৩ ৮:০০ অপরাহ্ণ
Link Copied!

গ্রুপিং ভুলে স্বৈরাচার সরকার বিরোধী আন্দোলন বেগবান করতে হবে-বিএনপি

 

ফরিদপুর প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ফরিদপুর বিভাগের সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন। দলের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও চলমান স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের অগণতান্ত্রিক আচরণের বিরুদ্ধে বিএনপির গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করার লক্ষ্য তৃনমূল পর্যায়ের নেতাকর্মীদের কাধে কাধ মিলিয়ে কাজ করতে হবে।

 

আজ রোববার (১৮জুন) সকালে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা বিএনপির কর্মী সভায় জেলা বিএনপির আহবায়ক কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

এসময় তিনি আরও বলেন, আওয়ামীলীগের পায়ের তলের মাটি সরে গেছে। গত দুটি জাতীয় নির্বাচনে তারা যে ফর্মুলায় নির্বাচনের ছক একে কাজ করেছিল সেও কৌসুলি ছক প্রকাশ হয়ে গেছে বলে আমারিকা নিয়ে বিভিন্ন পাগলের প্রলাপ বকছে আওয়ামীলীগ নেতারা। আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক এর অধীনে অনুষ্ঠিত হবে বলে উল্লেখ তিনি বলেন, বিএনপির সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে সকলকে ঝাপিয়ে পরে গণতান্ত্রিক সকারকে উৎখাত করে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে।

 

ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইকবাল হোসেন সেলিম এর খন্দকার টাওয়ারের তিনতলায় অনুষ্ঠিত কর্মী সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদারেস আলী ইছা, সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, এ্যাড, আলী আশরাফ নান্নু, আতাউর রশীদ বাচ্চু, জুলফিকার হোসেন জুয়েল, মোস্তাক হোসেন বাবলু, ভাঙ্গা বিএনপির সভাপতি আলহাজ্ব ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক মুন্সী হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আয়ুব মোল্লা, এমওএম তৈমুর লং,আলীয়ুজজামাম লাবলু, মুন্সী মনিরুজ্জামান, মিজানুর রহমান পান্নাসহ ছাত্রদল, যুবদলসহ দলীয় নেতাকর্মীরা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০