DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ২৭শে নভেম্বর ২০২৪
ঢাকাবুধবার ২৭শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

ঘূর্ণিঝড় তওকতে ভারতে নিহত বেড়ে ১২২

DoinikAstha
মে ২১, ২০২১ ৪:২৩ অপরাহ্ণ
Link Copied!

ঘূর্ণিঝড় তওকতে ভারতে নিহত বেড়ে ১২২

আন্তর্জাতিক ডেস্কঃভারতের পশ্চিমাঞ্চলীয় উপকূলে ‘অত্যন্ত মারাত্মক ঘূর্ণিঝড়ে’ রূপ নেওয়া তওকতের আঘাতে নিহত বেড়ে ১২২ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ঝড়ের প্রভাবে ডুবে যাওয়া বার্জ পি-৩০৫ এর ৩৭ জন যাত্রী রয়েছে। জাহাজটি মুম্বাই উপকূল থেকে ৩৫ নটিক্যাল মাইল দূরে ডুবে যায়।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ বলছে, ঝড়ের কবলে পড়া ছয় রাজ্যের ২ লাখ ৬০ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে, তাদের আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে। আশ্রয়কেন্দ্রে থাকা মানুষের মধ্যে ২ লাখ ৪০ হাজারই গুজরাটের বাসিন্দা।

ঘূর্ণিঝড়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত গুজরাতে মৃত্যু হয়েছে ৪৭ জনের। ঝড়টি উপকূলীয় জেলা গির সোমনাথে আছড়ে পড়ে।

ঝড়ে ৭৭ হাজার বৈদ্যুতিক খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে ও ৭০ হাজারের বেশি গাছ উপড়ে গেছে। দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের তথ্য বলছে, অন্তত ৩৬৮টি সরকারি ভবন ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সরকারের তথ্য বলছে, ঝড়ে গুজরাটের ১১৪৩ কিলোমিটার, কেরালার ৩৫৬ কিলোমিটার ও কর্ণাটকে ৫৮ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।

গুজরাটে ২ লাখ ৩৮ হাজার মানুষকে সরিয়ে নিয়ে আশ্রয়কেন্দ্রে রেখেছে প্রশাসন। এই রাজ্যে ঝড়ের কবলে পড়া ১৩০টি করোনা হাসপাতালের মধ্যে ৯৮টি পুনরায় চালু করা হয়েছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০