ঘূর্ণিঝড় তওকতে ভারতে নিহত বেড়ে ১২২
আন্তর্জাতিক ডেস্কঃভারতের পশ্চিমাঞ্চলীয় উপকূলে ‘অত্যন্ত মারাত্মক ঘূর্ণিঝড়ে’ রূপ নেওয়া তওকতের আঘাতে নিহত বেড়ে ১২২ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ঝড়ের প্রভাবে ডুবে যাওয়া বার্জ পি-৩০৫ এর ৩৭ জন যাত্রী রয়েছে। জাহাজটি মুম্বাই উপকূল থেকে ৩৫ নটিক্যাল মাইল দূরে ডুবে যায়।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ বলছে, ঝড়ের কবলে পড়া ছয় রাজ্যের ২ লাখ ৬০ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে, তাদের আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে। আশ্রয়কেন্দ্রে থাকা মানুষের মধ্যে ২ লাখ ৪০ হাজারই গুজরাটের বাসিন্দা।
ঘূর্ণিঝড়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত গুজরাতে মৃত্যু হয়েছে ৪৭ জনের। ঝড়টি উপকূলীয় জেলা গির সোমনাথে আছড়ে পড়ে।
ঝড়ে ৭৭ হাজার বৈদ্যুতিক খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে ও ৭০ হাজারের বেশি গাছ উপড়ে গেছে। দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের তথ্য বলছে, অন্তত ৩৬৮টি সরকারি ভবন ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সরকারের তথ্য বলছে, ঝড়ে গুজরাটের ১১৪৩ কিলোমিটার, কেরালার ৩৫৬ কিলোমিটার ও কর্ণাটকে ৫৮ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।
গুজরাটে ২ লাখ ৩৮ হাজার মানুষকে সরিয়ে নিয়ে আশ্রয়কেন্দ্রে রেখেছে প্রশাসন। এই রাজ্যে ঝড়ের কবলে পড়া ১৩০টি করোনা হাসপাতালের মধ্যে ৯৮টি পুনরায় চালু করা হয়েছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া