ঘোষণা পাল্টিয়ে জীবিত রাসেলস ভাইপার ধরতে পারলে পুরস্কার
আস্থা ডেস্কঃ
ঘোষণা পাল্টিয়ে মৃত নয়, জীবিত রাসেলস ভাইপার ধরে আনতে পারলে প্রতিটি সাপের জন্য ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেন ফরিদপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফ রাসেলস ভাইপার মারলে পুরস্কার দেওয়ার ঘোষণা থেকে সরে এসে বলছেন, দুঃখজনকভাবে তার বক্তব্য বিকৃত করে প্রকাশ করা হচ্ছে।
বৃহস্পতিবার বিকালে শহরের রাসেল স্কয়ারে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক সভায় পুরস্কার দেওয়ার ঘোষণাটি দিয়েছিলেন তিনি।
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ ব্যক্তিগভাবে পুরস্কারের অর্থ ‘সাপ মারা ব্যক্তিদের’ দেওয়ার কথা জোর গলাতেই বলেছিলেন।
তাদের ভাষ্য ছিল- মানুষের জানের নিরাপত্তার জন্য তাদের এ উদ্যোগ।
ইশতিয়াক আরিফের ঘোষণা নিয়ে সমালোচনা শুরু হয়। রাসেলস ভাইপার যে সংরক্ষিত প্রাণী, এটি মারা যে অপরাধ, তাও উঠে আসে আলোচনায়।
এখন সেই বক্তব্য থেকে সরে এসে তিনি বলছেন, তার ঘোষণা ‘ভুলভাবে’ প্রচার করা হয়েছে।
যৌথভাবে এক সংশোধনী বার্তায় শামীম হক ও ইশতিয়াক আরফি দাবি করছেন, “দর্ভাগ্যজনকভাবে ভুল বোঝাবুঝির কারণে ফেইসবুকসহ নানা সামাজিক মাধ্যমে বক্তব্যটি বিকৃত আকারে ‘সাপ মারতে পারলে’ হিসেবে প্রকাশিত হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।
“ফরিদপুর সদর উপজেলাধীন কেউ যদি নিজেকে রক্ষাকারী পোশাক সম্বলিত হয়ে এবং সব ধরনের সাবধানতা অবলম্বন করে জনস্বার্থে রাসেলস ভাইপার সাপটি জীবিত ধরতে পারেন, তাহলে তাকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।