চকমতি ডি.এস. ফাজিল মাদরাসায় আলিম শিক্ষার্থীদের নবীন বরণ
- আপডেট সময় : ০৭:০০:৩৪ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
- / ১২৭৮ বার পড়া হয়েছে
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান চকমতি ডি.এস. ফাজিল (ডিগ্রী) মাদরাসায় আলিম ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে মাদরাসার হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মাওলানা আজিজুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী মৌলভী জহিরুল ইসলামের সঞ্চালনায় শিক্ষকরা শিক্ষার্থীদের সৎ, আদর্শবান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
অনুষ্ঠানে দ্বীনি শিক্ষার গুরুত্ব বিষয়ে বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক তাহমিনা নাসরিন, সহকারী অধ্যাপক মো. জুলহাস উদ্দিন, প্রভাষক আমান উল্লাহ, তামান্না আক্তার, আরবি প্রভাষক মো. জামাল উদ্দিন, মো. শামছুর রহমান, মো. আ. সাত্তার, মোহাম্মদ আলী, বাংলা প্রভাষক খাদিজা খাতুন সাথী, সিনিয়র সহকারী শিক্ষক মো. রফিকুল ইসলাম, সাইফুল আলম, সজল কুমার দত্ত ও কামাল উদ্দিনসহ আরও অনেকে।
বক্তব্য শেষে অধ্যক্ষ মাওলানা আজিজুল ইসলাম কুরআন থেকে সবক প্রদান করেন এবং বিশেষ মুনাজাতের মাধ্যমে নবীন বরণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।





















