শিরোনাম:
চট্টগ্রামে চাঁদাবাজির অভিযোগে ৬ পুলিশ কারাগারে
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০৫:২১:৩৪ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১
- / ১০৭২ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক:
চট্টগ্রামের আনোয়ারায় এক ব্যবসায়ীকে জিম্মি করে চাঁদাবাজির অভিযোগে ৬ পুলিশ সদস্যকে কারাগারে পাঠিয়েছে আদালত। ওই ব্যবসায়ীর করা মামলার পর রোববার তাদের গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হয়।
অভিযুক্তরা সবাই মহানগর পুলিশে কর্মরত। তারা হলেন মোরশেদ বিল্লাহ, মোহাম্মদ মাসুদ, শাকিল খান, এসকান্দার হোসেন, মনিরুল ইসলাম ও আবদুল নবী।
গেল ৩ ফেব্রুয়ারি আনোয়ারা থানার পূর্ব বৈরাগ গ্রামের ব্যবসায়ী আবদুল মান্নানকে তুলে নিয়ে ১০ লাখ টাকা দাবি করেন অভিযুক্তরা। পরে ১ লাখ ৮০ হাজার টাকা দিলে মান্নানকে ছেড়ে দেয়া হয়।
এ ঘটনায় ৭ ফেব্রুয়ারি ব্যবসায়ী মান্নান মামলা করেন। এ ঘটনায় ছয় পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছে মহানগর পুলিশ।



















