শিরোনাম:
চট্টগ্রামে বাড়িতে ঢুকে সাবেক ইউপি চেয়ারম্যানকে হত্যা
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০৮:২৪:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১
- / ১০৬৭ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় নিজ ঘরে সাবেক এক ইউপি চেয়ারম্যানের লাশ পাওয়া গেছে। তাকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।সোমবার (১ মার্চ) সকালে স্থানীয়দের কাছ থেকে মৃত্যুর খবর পেয়ে পুলিশ তার বাড়িতে যায়।
নিহত আব্দুল হক (৭৫) সাতকানিয়া উপজেলার কেওচিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, ‘বাড়িতে একজন কেয়ারটেকার আর আব্দুল হক ছিলেন। স্থানীয়দের কাছ থেকে মৃত্যুর খবর শুনে আমরা ঘটনাস্থলে যাই।
স্থানীয়রা হৃদরোগে মৃত্যুর কথা বললেও আমরা মাথায় আঘাতের চিহ্ন পেয়েছি। ধারণা করছি, রোববার রাত থেকে সোমবার ভোরের মধ্যে তাকে মাথায় আঘাত করে খুন করা হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’



















