চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাঁচ কলেজে পাস করেনি কেউ!
- আপডেট সময় : ০৫:১১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
- / ১০১২ বার পড়া হয়েছে
ইব্রাহিম আল সোহাগ
চট্টগ্রাম অফিস: চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাঁচটি কলেজের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) চট্টগ্রাম শিক্ষা বোর্ড প্রকাশিত ফলাফল বিশ্লেষণে এ তথ্য জানা যায়।
ঘোষিত ফলাফলে দেখা গেছে, নগরীর চান্দগাঁও এলাকার মেরন সান কলেজ থেকে দুইজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও কেউ পাস করেনি। মেরিট বাংলাদেশ কলেজের একমাত্র পরীক্ষার্থীও অকৃতকার্য হয়েছে। একইভাবে পাহাড়তলী এলাকার সরাইপারা সিটি করপোরেশন কলেজ থেকে অংশ নেওয়া তিনজন পরীক্ষার্থীও ফেল করেছে।
এছাড়া কক্সবাজার জেলার চকরিয়া কলেজের এক শিক্ষার্থী এবং নগরের পাঁচলাইশ এলাকার চট্টগ্রাম জেলা কলেজের দুইজন পরীক্ষার্থী—কেউই পাস করতে পারেনি।
চট্টগ্রাম বোর্ডের সামগ্রিক ফলাফলে দেখা যায়, এবার পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ৫৭ শতাংশ, যা গত বছরের ৭০ দশমিক ৩২ শতাংশ থেকে উল্লেখযোগ্যভাবে কম।
এছাড়া জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও কমে গেছে প্রায় অর্ধেকে—গত বছর ১০,২৬৯ জন জিপিএ-৫ পেলেও, এ বছর পেয়েছে মাত্র ৬,০৯৭ জন।
এমএইচ/আস্থা