চাঁদের সঙ্গে সংঘর্ষে রাশিয়ার মহাকাশযান বিধ্বস্ত
আন্তর্জাতিক ডেস্কঃ
অবতরণের আগেই রাশিয়ার মহাকাশযানে সমস্যা দেখা দেয়। ফলে চাঁদে নিয়ন্ত্রণের বাইরে গিয়ে বিধ্বস্ত হয় মহাকাশযান ‘লুনা-২৫’। যানটিতে কোনো মানুষ ছিল না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মহাকাশযানটি চাঁদের দক্ষিণ মেরুতে নরম জায়গায় অবতরণের কথা ছিল। কিন্তু এটি প্রি-ল্যান্ডিং কক্ষপথে যাওয়ার সময় সমস্যার মুখে পড়ে ব্যর্থ হয়। এটি প্রায় ৫০ বছরের মধ্যে রাশিয়ার প্রথম চাঁদ অভিযান ছিল।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার মহাকাশযানটি চাঁদের একটি অংশের গবেষণার কথা ছিল, যা বিজ্ঞানীরা মনে করেন যে হিমায়িত পানি এবং মূল্যবান উপাদান ধারণ করতে পারে।
রাশিয়ার রাষ্ট্রীয় মহাকাশ করপোরেশন রোসকসমস রোববারে সকালে জানিয়েছে, শনিবার দুপুর ২টা ৫৭ মিনিটের পরই লুনা-২৫ এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। যানটি অনাকাঙ্ক্ষিত কক্ষপথে চলে যায় এবং চাঁদের পৃষ্ঠের সঙ্গে সংঘর্ষ সৃষ্টি করলে অস্তিত্ব হারিয়ে ফেলে।
এর আগে কোনো দেশ চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেনি। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন উভয়ই চাঁদের পৃষ্ঠে নরমভাবে অবতরণ করেছে।