ফলোআপ চিকিৎসা শেষে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন। অর্থ মন্ত্রণালয় জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বিদেশে থাকাকালীন অনলাইনের মাধ্যমে অর্থমন্ত্রী সার্বক্ষণিক দফতরের সঙ্গে যোগাযোগ রেখেছেন। দৈনন্দিন কাজকর্ম সম্পাদন করছেন এবং ভার্চুয়াল বিভিন্ন সভায় অংশগ্রহণ করেন। দেশে ফিরে আগামী রোববার থেকেই তিনি নিয়মিত দাপ্তরিক কাজকর্ম শুরু করবেন বলে আশা ব্যক্ত করেছেন।
আবারও অনলাইনে তৎপর হিযবুত তাহরীর
গত ২ অক্টোবর চোখের ফলোআপ চিকিৎসার জন্য সংযুক্ত আরব আমিরাতের দুবাই যান।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।