জেলা প্রতিনিধি:
চুয়াডাঙ্গায় পৌঁছেছে করোনার টিকা। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় করোনার টিকাবাহি গাড়ি চুয়াডাঙ্গার সিভিল সার্জন কার্যালয়ে পৌছে।
এসময় সিভিল সার্জনসহ স্বাস্থ্য বিভাগের কর্মিরা টিকার গাড়ি থেকে টিকা নামিয়ে নির্দিষ্ট রুমে সংরক্ষণ করেন। চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান জানান, চুয়াডাঙ্গা জেলার জন্য প্রথম ধাপে করোনার টিকা এসে পৌঁছেছে।এই টিকা ৩৬ হাজার জনকে প্রথমবার দেওয়া যাবে।
আরও পড়ুন: ঝিনাইদহ মধুপুরে ট্রাক চাঁপায় মোটরসাইকেল আরোহী নিহত
জেলা সদরসহ উপজেলা হাসপাতালগুলোতে পাঠানো হবে টিকা।জেলার চার উপজেলাতেই টিকা সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে।সিভিল সার্জন জানান, ৫০টি টিম জেলায় করোনা টিকা নিয়ে কাজ করবে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।